বাগেরহাট-১ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওঃ মশিউর
ছবিঃ বিপ্লবী বার্তা

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মোঃ মশিউর রহমান খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

‎সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মশিউর রহমান জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন।

‎মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

‎এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা আবুবকর সিদ্দিক প্রমুখ।

‎এর আগে, গত ২৫ ডিসেম্বর চিতলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন অধ্যক্ষ মাওলানা মোঃ মশিউর রহমান খান।

‎রোববার পর্যন্ত বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।