ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মোঃ মশিউর রহমান খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মশিউর রহমান জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা আবুবকর সিদ্দিক প্রমুখ।
এর আগে, গত ২৫ ডিসেম্বর চিতলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন অধ্যক্ষ মাওলানা মোঃ মশিউর রহমান খান।
রোববার পর্যন্ত বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

