জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির স্মরণে ‘আজাদীর সুর’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘দূরবীন সাংস্কৃতিক সংসদ’ নামের একটি প্ল্যাটফর্ম এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ইসলামি সংগীত পরিবেশন করেন। এ ছাড়া ইনকিলাব কালচারাল সেন্টারের অন্যতম সংগঠক ও গানের দল ‘কাসীদা’র প্রধান কণ্ঠশিল্পী আহমদ আতাউল্লাহ সালমান সংগীত পরিবেশন করেন।
সার্বিক বিষয়ে আয়োজকদের অন্যতম ও জাকসুর সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে হাদি ভাই দীর্ঘমেয়াদী একটা সাংস্কৃতিক পরিকল্পনা করেছিলেন। এ দেশের সংস্কৃতিকে, এ দেশের মুসলিম সমাজ এবং একই সঙ্গে এ দেশের প্রান্তিক মানুষের সাংস্কৃতিক যে একটা ভাবধারা, এ ভাবধারাকে তুলে ধরতে একটা যে পরিমাপ তিনি করেছিলেন, সেটাকে আমরা এগিয়ে নিতে একটা ছোট্ট প্রয়াস হতে পারে এই আয়োজন।”
তিনি আরও বলেন, “একই সঙ্গে এই জায়গা থেকে আমরা এই বার্তাটাও দিচ্ছি যে হাদি ভাইয়ের রেখে যাওয়া কাজকে খুব ভালোভাবে হৃদয়ে ধারণ করে এখান থেকে আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারের এবং তার স্মরণে সাংস্কৃতিক লড়াইয়ে সিলসিলা জারির একটা পদক্ষেপ এটি। অবিলম্বে হাদি ভাই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের সবার শাস্তি নিশ্চিত করতে হবে।”

