শেল্টার ফর সাসটেইনেবল লাইভলিহুড ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়ায় চক্ষু শিবির, ফ্রি চশমা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শহরের চৌড়হাস ফুলতলার কুষ্টিয়া ল্যাবরেটরি স্কুল এন্ড মাদ্রাসায় এটি অনুষ্ঠিত হয়।
এদিন দুপুর ২ টায় মাত্র ৫০ টাকা রেজিস্ট্রেশনের বিনিময়ে প্রায় দুইশ জনের চোখ পরীক্ষা করে বিনা মূল্যে চশমা বিতরণ করে ফাউন্ডেশনটি। পরে বিকেল ৪ টায় একশো জন গরীব-দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর সাসটেইনেবল লাইভলিহুডের পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ল্যাবরেটরি স্কুল এন্ড মাদ্রাসার প্রিন্সিপাল আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল ইসলাম বলেন, ‘মানবতার সেবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস। আপনারা অন্যদেরকেও আগামীতে এখানে সেবা নেওয়ার জন্য পাঠাবেন। এজন্য আমাদের এই স্কুলকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা ভবিষ্যতেও বিভিন্নভাবে আপনাদেরকে সেবা দিবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

