কুড়িগ্রামে ঢাকাগামী নাইট কোচ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকাগামী নাইট কোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহম্মেদ (৩০) নামে এক যুবকের মৃত‍্যু হয়েছে। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন।


শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের আন্ধারীরঝাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারক উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছেলে।


পুলিশ ও প্রত‍্যক্ষদর্শী জানায়, ফারুক আহমেদ তার বন্ধু ঢাকার কামরাঙ্গীর চর এলাকার জাহাঙ্গীর আলম অপুকে সাথে নিয়ে মোটরসাইকেলে যোগে কুড়িগ্রাম যাওয়ার পথে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের আন্ধারীরঝাড় এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ভূরুঙ্গামারী গামী পাভেল এক্সপ্রেস নামের (যার রেজি নং ঢাকা মেট্রো ব-১৫-৯৮৪৯) একটি কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 


এতে মোটর সাইকেলচালক ফারুক আহমেদ ও তার বন্ধু জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহত দুজনকে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে কত‍্যর্বরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষনা করেন। আহত জাহাঙ্গীর আলম অপুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ প্রসঙ্গে ভূরুঙ্গামারী থানার অফিসার (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।