বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টা হতে ১ টা পর্যন্ত চলা পরিক্ষায় জেলার ৬ টি উপজেলার ১০ টি কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রগুলো হলো সোনাতলা ফাজিল মাদ্রাসা, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়, খোট্রাপাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়, রানীর হাট উচ্চ বিদ্যালয়, সামিট স্কুল এন্ড কলেজ, ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এতে ৫ম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত মোট ৪৯৯৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
পরিক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের মহা-পরিচালক জোবায়ের আহম্মেদ, পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব, সাবেক মহা পরিচালক সাইয়্যেদুল আলম, আব্দুর রাজ্জাক, ফিরোজ আহম্মেদ, সাবেক পরিচালক আতাউর রহমান, সদস্য সচিব তৌফিকুল তাকী, রেজিষ্টার মানিক মিয়া, পরিক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম রবিন, কোষাধ্যক্ষ তালিবুল হাবিব, সার্কুলেশন লুৎফর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুস সোবাহান প্রমুখ।
মহা- পরিচালক জোবায়ের আহম্মেদ বলেন, 'দ্যা ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এই বৃত্তি পরীক্ষা কেবল একটি প্রতিযোগিতা নয়—এটি মেধা অন্বেষণ, স্বপ্ন গঠনের প্রথম সোপান।একটি জাতির প্রকৃত উন্নয়ন নির্ভর করে শিক্ষার ওপর। আর শিক্ষা তখনই অর্থবহ হয়, যখন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীরা যথাযথ সুযোগ পায়। এই লক্ষ্যকে সামনে রেখেই দ্যা ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দ্যা ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন আগামীতেও শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে কাজ করে যাবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ—এই স্বপ্ন নিয়েই আমাদের পথচলা।

