রাবিতে ৬ ডিন অপসারণ: জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা
ছবিঃ বিপ্লবী বার্তা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের প্রতি 'সহিংস আচরণ' এবং ছয়জন ডিনকে অপসারণের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রাবিতে চলা আন্দোলনকে 'কথিত আন্দোলন' আখ্যা দিয়ে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।


​গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে ফোরামের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে সই করেছেন ফোরামের সভাপতি অধ্যাপক মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন।


​বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, “এই ঘটনা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে পরিকল্পিতভাবে শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্ন করা, প্রশাসনিক কাঠামোকে ভেঙে ফেলা এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে ধ্বংস করার এক বিপজ্জনক নজির।”


​যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কেবল চাপের কাছে নতিস্বীকার করে ডিনদের অপসারণ 'চরম দায়িত্বহীনতা এবং প্রশাসনিক ব্যর্থতার বহিঃপ্রকাশ' বলে দাবি করেছে সংগঠনটি।


​বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে এ হঠকারী সিদ্ধান্ত বাতিল করে ন্যায়সংগত প্রক্রিয়ায় অভিযোগ নিষ্পত্তির আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশের সচেতন শিক্ষক সমাজকে এ ধরনের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।