ছবিঃ বিপ্লবী বার্তা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই তিন ইউনিটের ফল প্রকাশ করা হয়।
‘বি’ ইউনিটটি সমাজবিজ্ঞান অনুষদভুক্ত; ‘সি’ ইউনিট কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত এবং ‘ই’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত।
সংশ্লিষ্ট ইউনিটের ডিনদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৭ হাজার ৭৩৪ জন। উপস্থিতির হার ৮৬ দশমিক ১৬ শতাংশ। এই ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৪৪৭ জন। পাসের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।
ফলাফলের বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শামছুল আলম বলেন, “বি ইউনিটে অন্যান্যবার মোট আসনের ১০ গুণ ফল প্রকাশ করা হয়। তবে এ বছর পাসের হার কম থাকায় ১০ গুণ প্রকাশ করা সম্ভব হয়নি। এছাড়া পরীক্ষায় ওএমআর শিটে অসঙ্গতি থাকায় ৪৮ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে।”
অন্যদিকে ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছিল ৪৭ হাজার ৪৯৭টি। পরীক্ষায় অংশ নেন ৪০ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৮৬ দশমিক ২২ শতাংশ। এই ইউনিটে পাস করেছেন ৪ হাজার ২০৭ জন পরীক্ষার্থী। পাসের হার ১০ দশমিক ২৭ শতাংশ।
এ বিষয়ে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, “এ বছর পাসের হার কম। অন্যবার পাস নম্বর ছিল ৩২। এ বছর তা বাড়িয়ে ৩৬ করা হয়েছে। ফলে পাসের হার গতবারের চেয়ে কম।”
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১১ হাজার ৬১২টি আবেদন জমা পড়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫০ শতাংশ পাস করেছে বলে জানিয়েছেন অনুষদটির ডিন সহযোগী অধ্যাপক আবু সায়েফ মো. মুনতাকিমুল বারি।
ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

