সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন, পিছিয়ে গেলো বিয়ের দিনক্ষণ
ছবিঃ বিপ্লবী বার্তা

যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বোন মারিয়া সোল। মারিয়া নিজের এসইউভি গাড়ি চালানোর সময় হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।


দুর্ঘটনায় মারিয়া গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়াছেন, তার দুটি কশেরুকা ভেঙেছে, কবজি ও গোড়ালিতে চিড় ধরেছে এবং শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং পরিবারের সঙ্গে আর্জেন্টিনার রোজারিওতে পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করেছেন।


আগামী ৩ জানুয়ারি ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচ জুলিয়ান আরেলানোর সঙ্গে বিয়ে করার কথা ছিল মারিয়ার। কিন্তু দুর্ঘটনার কারণে চিকিৎসকদের পরামর্শে বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।


ইতোমধ্যে পরিবারের সঙ্গে সময় কাটাতে আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি। পুরো পরিবার এখন মারিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন। মারিয়া সোল দীর্ঘদিন ধরে ফ্যাশন ডিজাইনার এবং উদ্যোক্তা হিসেবেও পরিচিত।