ছবিঃ বিপ্লবী বার্তা
শিক্ষার্থী গবেষণায় উদ্ধুদ্ধ ও নতুন জ্ঞান উদ্ভাবনের মধ্যে দিয়ে নতুন গবেষক তৈরী উদ্দেশ্য বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (BURS) এর ৩য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির উপদেষ্টা পরিষদের অনুমোদনের মাধ্যমে নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
এর আগে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে অনুষ্ঠিত এক জরুরি সভায় সাবজেক্টিভ কমিটি নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেছবাহ উদ্দিনকে সভাপতি এবং কোস্টাল স্টাডিজ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইফতেখার উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
৫৪ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলাম, গবেষণা পরিচালক ও জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আজম খানসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। অনুমোদন প্রদানকালে ড. মো. খোরশেদ আলাম বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার মূল লক্ষ্য হলো গবেষণার মাধ্যমে নতুন জ্ঞানের সৃষ্টি, উদ্ভাবন এবং তা সমাজে বিতরণ করা।
উচ্চশিক্ষার সঙ্গে গবেষণা শব্দটি ওতপ্রোতভাবে জড়িত, আর গবেষণার বিকল্প নেই উচ্চশিক্ষাকে অর্থবহ করে তুলতে। গবেষণার মাধ্যমেই একটি জাতি চিন্তা ও মননশীলতার আধুনিক পথ খুঁজে পায় এবং জ্ঞান-বিজ্ঞানের উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হয়। তিনি আরও বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত গবেষণা সংস্কৃতি এখনও পূর্ণভাবে গড়ে ওঠেনি। সে প্রেক্ষাপটে শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা BURS একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
গবেষণা পরিচালক ড. হাফিজ আশরাফুল হক বলেন, বিশ্ব বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, যার প্রধান চালিকাশক্তি হলো গবেষণা ও উদ্ভাবন। জাপান, চীন ও কোরিয়ার মতো দেশগুলোর অগ্রগতির পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি গবেষণা ও জ্ঞানভিত্তিক বিনিয়োগ। এই বাস্তবতায় BURS গবেষণা কর্মশালা, একাডেমিক রাইটিং প্রশিক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন কমিটিও এই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আজম খান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই BURS-এর প্রধান শক্তি এর ধারাবাহিকতা ও শিক্ষার্থী-কেন্দ্রিক কার্যক্রম। তিনি নতুন কমিটির প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার কাঠামোকে আরও সুদৃঢ় করতে হবে এবং বিষয়ভিত্তিক গবেষণা গ্রুপগুলোর কার্যক্রমকে নিয়মিত, সংগঠিত ও ফলপ্রসূ করে তুলতে হবে। নবগঠিত কমিটিও সংগঠনের লক্ষ্য ও আদর্শ ধারণ করে পূর্ববর্তী কমিটির অর্জনকে ভিত্তি করে উদ্ভাবনী ও সময়োপযোগী কর্মসূচি গ্রহণের মাধ্যমে তরুণ গবেষক তৈরি এবং বিশ্ববিদ্যালয়ে একটি টেকসই গবেষণা সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সংগঠনটির উপদেষ্টা পরিষদের প্রত্যাশা, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুমুখী ও মানসম্মত গবেষণায় সমৃদ্ধ হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মেরাজ হোসেন চিশতী, আরিফুল ইসলাম ও রাবেয়া আরবি। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী মাহফুজুর রহমান নাজিম ও মুসরাত মেহজাবিন আশা।
এছাড়া জ্ঞান ও রিসোর্স ব্যবস্থাপনা সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, অর্থ ও অফিস সম্পাদক মোসা. হাসিবা আক্তার, আইটি ও কনটেন্ট ডেভেলপমেন্ট সম্পাদক ইসরাত জাহান পাপড়ি, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক ফাতেমা তুজ জোহরা, প্রেস ও প্রকাশনা সম্পাদক মোসা. নুসরাত জাহান নিসা, কর্পোরেট ম্যানেজমেন্ট সম্পাদক সঞ্জিতা দত্ত, আন্তর্জাতিক বিষয়াবলি সম্পাদক সুরাইয়া আক্তার আফরিন, নেটওয়ার্কিং ও জনসংযোগ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইভেন্ট ও লজিস্টিক ব্যবস্থাপনা সম্পাদক আহমেদ ইব্রাহিম ফারহান, প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক উম্মে সাদিয়া স্বর্ণালী, স্কলারশিপ ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সম্পাদক নুসরাত জাহান এবং আউটরিচ ও ক্লাব কো-অর্ডিনেশন সম্পাদক নজিরুল ইসলাম মনোনীত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন বিভাগে একাধিক এক্সিকিউটিভ সদস্য সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০১৯ সালে একদল তরুণ, উদ্যমী ও পরিশ্রমী শিক্ষার্থী এ ধরনের একটি প্ল্যাটফর্মের প্রয়োজন অনুভব করে এবং নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে ২০২২ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (BURS) তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। শুরু থেকেই BURS বিভিন্ন গবেষণা কর্মশালা, সেমিনার, আন্তর্জাতিক গবেষণা ক্যাম্প ও জাতীয় সামিট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, অভিজ্ঞ শিক্ষক এবং দেশ-বিদেশের খ্যাতনামা গবেষকদের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়া সৃষ্টি করে আসছে। গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি, গবেষণা সংস্কৃতি গড়ে তোলা এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

