ছবিঃ বিপ্লবী বার্তা
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা দলীয় কার্যক্রম থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। তারা হলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো: জাকির হোসেন মিয়া এবং মুকসুদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলরাম সরকার।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তারা জানান, শারীরিক অসুস্থতার কারণে দলীয় সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরও বলেন, ব্যক্তিগত স্বার্থে নয় বরং শারীরিক সীমাবদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

