বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে ‘অশোভন আচরণ’ খুলনা ডিসির
ছবিঃ বিপ্লবী বার্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা ও বৈধভাবে প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য খুলনা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে উপস্থিত হয়েছিল একদল শিক্ষার্থী। তারা জুলাই মাসব্যাপী একটি গণতান্ত্রিক কর্মসূচির পরিকল্পনা করেছে এবং সেই কর্মসূচির বিষয়ে প্রশাসনের অনুমতি ও সহযোগিতা চেয়েই তারা ডিসির সঙ্গে দেখা করতে গিয়েছিল।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, খুলনার জেলা প্রশাসক তাদের সঙ্গে অশোভন ও দুর্ব্যবহারপূর্ণ আচরণ করেছেন। দাবি করা হচ্ছে, ডিসি শিক্ষার্থীদের কথা শুনতে অস্বীকৃতি জানান এবং অপমানজনক ভাষায় তাদের তাড়িয়ে দেন। এমনকি তাদের ন্যায্য প্রশ্ন ও দাবিকে গুরুত্ব না দিয়ে তাদের উপস্থিতিকে "উপাত্তহীন", "অপ্রয়োজনীয়" এবং "উগ্রতা" বলে ব্যাখ্যা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক শিক্ষার্থী বলেন:

"আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা বৈষম্যের বিরুদ্ধে। আমরা চাই সবাই সমান সুযোগ পাক। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এমন আচরণ আমাদের হতাশ করেছে।"

আরেকজন শিক্ষার্থী বলেন: "একজন সরকারি কর্মকর্তা কীভাবে দেশের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে এমন তাচ্ছিল্যপূর্ণ আচরণ করতে পারেন? আমরা সম্মান চেয়েছিলাম, অবমূল্যায়ন নয়।"