মতাদর্শের মিল থাকলেও শিবিরের সঙ্গে সম্পর্ক নেই: জাবি ছাত্রীসংস্থা
ছবিঃ বিপ্লবী বার্তা
‘আমাদের মতাদর্শের মিল থাকলেও ছাত্রশিবিরের সাথে আমাদের কোন সম্পর্ক নেই’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস।


​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে ইসলামী ছাত্রীসংস্থা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সহায়তা করতে ক্যাম্পাসে ‘হেল্পডেস্ক ও তথ্যকেন্দ্র’ বসিয়েছে সংগঠনটি। আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংগঠনটির জাবি শাখার সভানেত্রী এসব কথা বলেন।


​গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে নিজেদের কার্যক্রম সম্পর্কে জান্নাতুল ফেরদৌস বলেন, “৫ই আগস্টের পরে আমরা ধীরে ধীরে কাজ শুরু করি। আস্তে আস্তে স্কোপ পাই আর আমরা শুরু করি কাজ। এখন হচ্ছে আমাদের মোটামুটি গোছানো হয়েছে একটা পর্যায়ে এসেছে। কাজ গোছানোর জন্য আমাদের যেহেতু মেয়েদের একটা বিষয় থাকে লং প্রসেসের একটা বিষয় আছে। তো কাজ গোছাতে মোটামুটি একটা টাইম লেগে গেছে।”


​কমিটি ও জনবলবিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের কোন কমিটি নেই। আমি (জান্নাতুল ফেরদৌস) এখন সভানেত্রী হিসেবে আছি। ২০২৬ সালে ইনশাল্লাহ আমাদের কমিটি দেওয়া হবে। ভর্তি পরীক্ষা কেন্দ্র করে তথ্যকেন্দ্রে ১০ থেকে ১৫ জন ও বাইরে (শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে) ২০ থেকে ২৫ জন কাজ করছে।”


​আত্মপ্রকাশের আগে তাদের কার্যক্রম কেমন ছিল জানতে চাইলে জান্নাতুল ফেরদৌস বলেন, “অন্যান্য রাজনৈতিক বা সামাজিক কোন কার্যক্রমে আমরা একদমই ছিলাম না এরকম না। আমরা ছিলাম যেগুলা হচ্ছে আমাদের মতাদর্শের সাথে সাংঘর্ষিক না। ওই প্রত্যেকটা কার্যক্রমে আমরা ছিলাম। আমাদের সাথে সাংঘর্ষিক হবে এরকম কোন কার্যক্রমে আমরা ভবিষ্যতে যাবো না।”


​এদিকে ছাত্রীসংস্থা সম্পর্কে আগে থেকে কিছু জানতেন না বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান। তিনি বলেন, “আজকে তাদের সাংবাদিক হিসেবে যেভাবে প্রথম দেখলেন, আমরাও সেটা প্রথমেই দেখেছি। আমরা আশা করি সামনের দিনে তারা শুধু ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে ছাত্রী সমাজের মাঝে কাজ করবে ও ক্যাম্পাসের বিভিন্ন ধরনের যৌক্তিক আন্দোলনেও তারা শিক্ষার্থীদের পাশে থাকবে ইনশাআল্লাহ।”


​ছাত্রশিবিরের সঙ্গে সম্পর্ক নেই—ছাত্রীসংস্থার এমন মন্তব্যের বিষয়ে শিবিরের সভাপতি বলেন, “ছাত্রশিবির হলো একটা স্বতন্ত্র ছাত্র সংগঠন। শিবিরের সাথে অন্য কোনো রাজনৈতিক দলেরও গঠনতান্ত্রিক কোনো সংশ্লিষ্টতা নাই, এবং অন্য কোনো ছাত্র সংগঠন বা ছাত্র সংগঠনেরও নাই। সেখানে ছাত্রীসংস্থার সাথে শিবিরের কোনো ধরনের গঠনগত মিল নাই, কাজের ক্ষেত্রেও কোনো মিল নাই, কর্মপদ্ধতিগতও কোনো মিল নাই। কিন্তু যে আদর্শিক যেটা বলল, সেটা কিছু জায়গায় মিল আছে আর কি।”