ছবিঃ বিপ্লবী বার্তা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের বিভিন্ন পর্বের পর্ব সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ খ্রি.) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রবিধানভুক্ত ১ম পর্ব (২০২৫–২৬ সেশন), ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের নিয়মিত পরীক্ষাসহ ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের অকৃতকার্য বিষয় এবং ৮ম পর্বের অনিয়মিত পরীক্ষা–২০২৫ উক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এছাড়া ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ১ম পর্ব (২০২৫–২৬ সেশন), ৬ষ্ঠ ও ৮ম পর্বের নিয়মিত পরীক্ষা, ৫ম ও ৭ম পর্বের অকৃতকার্য বিষয় এবং ৮ম পর্বের অনিয়মিত পরীক্ষাও একই সময়সূচির আওতায় গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এইচএসসি (বিজ্ঞান) বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে সরাসরি ৩য় পর্বে এবং এইচএসসি (ভোকেশনাল) বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে সরাসরি ৪র্থ পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেকআপ বিষয়সমূহের পরীক্ষা এবং Allied Group-এর মেকআপ বিষয়গুলোর পরীক্ষাও প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

