ছবিঃ বিপ্লবী বার্তা
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় ওসমান হাদীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। এসময় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শাঁখারীবাজার, কোর্ট কাচারী হয়ে রায়সাহেব বাজার ঘুরে এসে বিশ্বজিৎ চত্বরে অবস্থান নেয়।
উল্লেখ্য, এর আগে আজ শুক্রবার ( ১২ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাঁকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

