১৪ লাখ পরীক্ষার্থী নিয়ে শুরু হলো এইচএসসি পরীক্ষা
ছবিঃ সংগৃহীত

২০২৫ সালের এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী, যাঁরা নিয়মিত ও অনিয়মিত দুই শ্রেণিতে বিভক্ত। অংশগ্রহণকারীরা নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন থেকে এসেছে।

তবে এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ৮১ হাজারের বেশি কম, যা গত তিন বছরের মধ্যে সবচেয়ে কম অংশগ্রহণকারী হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, দুই বছর আগে এসএসসি পাস করে উচ্চমাধ্যমিকে ভর্তি হয়ে নিবন্ধন করলেও এবার সাড়ে চার লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন প্রায় ১০ লাখ ৫৫ হাজার। যা গতবারের তুলনায় প্রায় ৭৩ হাজার কম।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছে ৮৬ হাজারের কিছু বেশি, যেখানে পরীক্ষার্থী কমেছে প্রায় দুই হাজার।

কারিগরি বোর্ডে এবার পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৯ হাজারের মতো, যা গতবারের তুলনায় প্রায় সাত হাজার কম।

সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।