
জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতা ও হত্যার অভিযোগে একাধিক মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনটি পৃথক মামলায় এ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পশ্চিম রামপুরায় রমজান মিয়া হত্যার মামলায় হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে, মিরপুরে নবম শ্রেণির ছাত্র শাহরিয়ার হাসান আলভী হত্যার মামলায় কামাল আহমেদ মজুমদারকে এবং ভাটারায় শামিম মিয়াকে হত্যাচেষ্টার মামলায় মো. শহিদুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়া আরও কয়েকটি মামলায় সাবেক আইসিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকসহ আরও চারজনকে গ্রেপ্তার দেখিয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান।
লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় নজরুল ইসলামের সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া, রাজধানীর ভাসানটেক থানার হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন, কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলক এবং যাত্রাবাড়ী থানার মো. সাব্বির হাওলাদার হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।
সব আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে হাজির করা হয় এবং সংশ্লিষ্ট মামলার শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয় বলে আদালত সূত্র জানিয়েছে।