সড়কে গাছ ফেলে ডাকাতি, নগদ অর্থ, মোবাইল ও স্বর্ণালংকার লুট
ছবিঃ বিপ্লবী বার্তা

চুয়াডাঙ্গার জীবননগরে সন্তোষপুর–আন্দুলবাড়ীয়া সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে ইকোপার্ক ও পুলিশ বক্সের মাঝামাঝি স্থানে পূর্বাশা পরিবহনের নৈশকোচ, একটি পিকআপ ও আলমসাধুতে এ ডাকাতি ঘটে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।


ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীর, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস এবং জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।


স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্দুলবাড়ীয়াগামী পূর্বাশা পরিবহনের নৈশকোচটি (ঢাকা মেট্রো-ব-১৫-৫২৪১) ভোর ৫টার দিকে ইকোপার্ক এলাকায় পৌঁছালে ডাকাতরা প্রথমে সড়কের পাশে দুটি ছোট গাছ কেটে ব্যারিকেড তৈরি করে গাড়ির গতি রোধ করে। এসময় অস্ত্রধারী ডাকাতরা বাসে উঠে চালককে আঘাত করে যাত্রী, চালক ও সুপারভাইজারের কাছ থেকে ৭–৮টি মোবাইল ফোন, প্রায় ৩০–৪০ হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন লুট করে। যদিও যাত্রীদের আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে বাসের জানালার গ্লাস ভাঙচুর করা হয়েছে।


এর আগে একই ব্যারিকেডে একটি পিকআপ থামিয়ে চালকের কোমড়ে ধারালো অস্ত্র ঠেকিয়ে ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে তারা একটি আলমসাধুতেও ডাকাতি চালায়। ডাকাতি শেষে দলটি দুই ভাগ হয়ে সড়কের দুই পাশের মাঠের ভেতর দিয়ে পালিয়ে যায়।


জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, “ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুতই ডাকাতদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি।”