গোপালগঞ্জে আওয়ামী লীগ সভাপতির স্বেচ্ছায় পদত্যাগ
ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সব ধরনের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের স্থানীয় নেতা তয়েব আলী শেখ। সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।


পদত্যাগকারী তয়েব আলী শেখ কুশলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।


সংবাদ সম্মেলনে তয়েব আলী শেখ বলেন, “বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছি। তাই আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি।”


তিনি আরও বলেন, “ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।”