ঝালকাঠির বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান এবং জেলা লেডিস ক্লাবের বিদায়ী সভাপতি মিজ মাহফুজা খানমকে সংবর্ধনা দিয়েছে নলছিটি উপজেলা প্রশাসন।
শনিবার বেলা পৌনে দুইটায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক আশরাফুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন মিজ মাহফুজা খানম। এতে ঝালকাঠি জেলা ও নলছিটি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) রজভী আহম্মেদ সবুজ, নলছিটি থানার ওসি আঃ ছালামসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বিদায়ী জেলা প্রশাসক সংবর্ধনার আগে নলছিটি উপজেলায় কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে উপজেলা মিনিপার্ক সম্প্রসারণ, কবি নজরুল মঞ্চ স্থাপন, উপজেলা লাইব্রেরি নির্মাণ, নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন ভবন, ডাকবাংলো সংস্কার কাজ এবং উপজেলা প্রশাসন আইডিয়াল স্কুল ও টেকনিক্যাল কলেজ স্থাপন কাজ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নলছিটি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ওবায়দুল ইসলাম।
এদিকে জাতীয় নির্বাচনের আগে প্রশাসন কাঠামোয় রদবদলের অংশ হিসেবে গত শনিবার মধ্যরাতে ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমানকে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মোঃ মমিন উদ্দিনকে ঝালকাঠির নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো অনুষ্ঠানজুড়ে বিদায়ী কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনার আবেগঘন পরিবেশ বিরাজ করে।

