গাজীপুরের শ্রীপুরে পৌর কৃষকদলের উদ্যোগে পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কৃষকদলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, সহ–স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন,
“বাংলাদেশের কৃষক আজ চরম সংকটে। ন্যায্য মূল্য, সার-বীজের সঠিক ব্যবস্থাপনা ও কৃষকের অধিকার পুনরুদ্ধারে কৃষকদল সবসময় মাঠে থাকবে। কৃষকের স্বার্থ রক্ষায় হবে শক্ত আন্দোলন।”
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মোতালেব, আহ্বায়ক, শ্রীপুর উপজেলা বিএনপি। তিনি বলেন, “দমন-পীড়ন ও ভয়ভীতি দিয়ে কৃষক সমাজকে থামানো যাবে না। জনগণের অধিকার পুনরুদ্ধারে শ্রীপুর বিএনপি সর্বদা ঐক্যবদ্ধ।”
প্রধান বক্তা ছিলেন আ. ন. ম. খলিলুর রহমান, সহ–সভাপতি, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ। তিনি কৃষকদের ন্যায্য দাবিতে আরও সক্রিয় আন্দোলনের আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভি.পি. শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ; আবুল মনসুর মন্ডল, আহ্বায়ক সদস্য, গাজীপুর জেলা বিএনপি। সভার সভাপতিত্ব করেন শাহ্জাহান মিয়া, আহ্বায়ক, শ্রীপুর পৌর কৃষকদল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা ও সদস্যরা। বক্তারা বলেন, “শ্রীপুরের কৃষকরা আজ নানামুখী সমস্যায় ভুগছেন। তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।” এছাড়াও নেতারা কৃষকের ন্যায্য অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিচিতি সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

