ছবিঃ বিপ্লবী বার্তা
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির ছাত্র প্রতিনিধিরা সম্মিলিতভাবে এই আবেদন দাখিল করেন।
এটি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এসেছে। ডাকসুর উদ্যোগে এসব নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং তারই প্রেক্ষিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও তাদের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান নিয়েছেন।
ছাত্ররা জানিয়েছেন, তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্রমেই আরও সোচ্চার হয়ে উঠছেন এবং জোরালোভাবে এই অধিকার প্রতিষ্ঠার জন্য দাবি জানাচ্ছেন।

