ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

কারিগরি শিক্ষার উৎকর্ষ, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি এবং অভিভাবকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ২০২৫”। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানটি শিক্ষার্থী–অভিভাবক–শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন। সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী শাহেলা পারভীন।


এ বছর বিভিন্ন বিভাগের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মোট ৫৩ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও অ্যাপ্রিসিয়েশন লেটার প্রদান করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং বাস্তবভিত্তিক কারিগরি জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।


বিশেষ অতিথি প্রকৌশলী রুহুল আমিন বলেন, “কারিগরি শিক্ষা শুধু চাকরির পথ নয়, এটি কর্মসংস্থান সৃষ্টির দক্ষতা তৈরি করে। ডিপ্লোমা সম্পন্ন করে শিক্ষার্থীরা যেন উদ্যোক্তা হওয়ার প্রস্তুতিও গড়ে তোলে।”


অধ্যক্ষ শাহেলা পারভীন বলেন, “শিক্ষার্থীরাই আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাদের সাফল্যই প্রমাণ করে, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যেতে পারে।”


অভিভাবকরাও জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনোবল ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সংবর্ধিত শিক্ষার্থীরা বলে, “এই সম্মান আমাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা।”


অনুষ্ঠানের শেষাংশে অতিথি, শিক্ষক ও সংবর্ধিত শিক্ষার্থীদের নিয়ে তোলা হয় স্মৃতিমূলক গ্রুপ ছবি, যা দিনটির আনন্দ উদযাপনকে আরও স্মরণীয় করে তোলে। উৎসবমুখর পরিবেশে শেষ হওয়া এ আয়োজনে শিক্ষার্থীদের স্বপ্ন, অর্জন ও ভবিষ্যৎ প্রত্যয়ের এক মনোমুগ্ধকর মেলবন্ধন দেখা যায়।