কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম শাওন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহায়েব ভূইঁয়া।
বুধবার (১২ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাজমুল হাসান, ইফতেখার রাদিন, মো. আব্দুল্লাহ, আলিফ করিম আনন্দ, মেহেদী হাসান, ইয়াসিন পাঠান সৈকত, আব্দুল্লাহ নোমান, সাজ্জাদ হাসান, মাহবুবুর রহমান শুভ ও রিফাত হাসান হিমেল।
এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাহদি হাসান আদিল, হেমায়েত উদ্দিন হিমু, রায়হান আল ফিদাল, শাফায়াত হাসান ফাহিম ও মো. পায়েল হোসেন।
এ বিষয়ে আহ্বায়ক সাইদুল ইসলাম শাওন বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার লক্ষ্যে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদীর শিক্ষার্থীদের একত্রিত রাখা, সম্পর্ক জোরদার করা এবং তাদের নেতৃত্ব বিকাশে সহায়তা করা।”
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নবীনদের মাঝে পৌঁছে দিয়ে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে অনুপ্রেরণা দেওয়া হবে।”
উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

