চবিতে আয়োজিত হতে যাচ্ছে ৩৩ তম ‘মার্কেটিং ডে’
ছবিঃ বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৩ নভেম্বর বর্ণিল আয়োজনে উদযাপিত হবে মার্কেটিং ডে ২০২৫। অনুষ্ঠানে থাকবে র‍্যালি, কর্পোরেট রাউন্ড টেবল, উদ্যোক্তাদের টকশো “অন্ট্রপ্রানারিয়াল ইনসাইট।”


আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ। তিনি লিখিত বক্তব্যে বলেন, “প্রতিবছরই আমরা মার্কেটিং ডে উদযাপন করি। তবে এই বছর আমরা কিছু নতুনত্ব রেখেছি। সকাল ৯টা ৩০ মিনিটে র‍্যালির মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে পুরো দিনজুড়ে থাকবে নানা আয়োজন।”


অধ্যাপক সজীব আরও জানান, “অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে আয়োজনের শেষে থাকবে ‘ক্যারিয়ার হার্ডলস’ বিষয়ে কর্পোরেট রাউন্ড টেবিল সেশন এবং উদ্যোক্তাদের নিয়ে ‘অন্ট্রপ্রানারিয়াল ইনসাইট’ শীর্ষক টকশো।”


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।


‘ক্যারিয়ার হার্ডলস’ বিষয়ক কর্পোরেট রাউন্ড টেবিলে আলোচক হিসেবে অংশ নেবেন দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট নেতারা। এদের মধ্যে রয়েছেন মোঃ শাহনেওয়াজ আহমেদ, এ কে এম সাদেক নেওয়াজ, শাহ জামাল শিকদার, মোঃ ইকবাল হোসাইন, সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, এ কে এম মাফরুল হক, ইমতিয়াজ আহমেদ চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ও অনির্বাণ সরকার। এই পর্বটি সঞ্চালনা করবেন মার্কেটিং বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা।


উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘অন্ট্রপ্রানারিয়াল ইনসাইট’ শীর্ষক টকশো। এতে আলোচক হিসেবে থাকবেন শামস সাব্বির শাহরিয়ার, আরিফুল হাসান, এ. জে. এম. সালেহ (অর্পণ), শান শাহেদ এবং মো. নাজমুল ইসলাম। টকশোটি পরিচালনা করবেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান।


দিনব্যাপী আয়োজন শেষ হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে অংশগ্রহণ করবে মার্কেটিং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।


চবি মার্কেটিং ডে শুধু একটি উদযাপন নয়, এটি তরুণদের ক্যারিয়ার, সৃজনশীলতা এবং উদ্যোক্তা ভাবনা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।