ছবিঃ বিপ্লবী বার্তা
কুমিল্লার বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা যায়, স্বৈরাচারী হাসিনার পতনের পর গত ৫ আগস্টের পর থেকে বিল্লাল হোসেন আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পৈতৃক নিবাসে না থেকে তিনি নগরীর রাণীর দিঘির পাড় এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঘটনাটি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, “নাশকতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। দেশকে স্থিতিশীল রাখতে যে কেউ ষড়যন্ত্র করলে তাকে আইনের আওতায় আনা হবে।” তিনি আরও জানান, গ্রেফতারকৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে নাশকতা ও অপরাধ সংগঠনের অভিযোগে একাধিক মামলা তদন্তাধীন রয়েছে।

