রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দুর্দান্ত এক লড়াইয়ে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ ২–২ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে জয়ের আনন্দে ভাসে স্বাগতিকরা।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রান তোলে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান আসে ওসমান সাদাতের ব্যাট থেকে। এছাড়া মাহবুব খান করেন ৪০ রান। বাংলাদেশের হয়ে বোলিংয়ে ২ উইকেট নেন সামিউন বশির।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২০ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ৩ রান করে সাজঘরে ফেরেন শাহরিয়ার আহমেদ। এরপর কালাম সিদ্দিকি অ্যালেন ১৫ রানে ফিরলে চাপে পড়ে দল।
তখন দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক তামিম । রিজানের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে দলকে স্থিতি দেন তিনি। তবে ইনফর্ম রিজান ২৭ রানে আউট হলে আবারও বিপদে পড়ে বাংলাদেশ। এরপর একে একে আবদুল্লাহ (১), ফরিদ হাসান (২৩) এবং দেবাশীষ দেবা, সামিউন বশির দ্রুত আউট হয়ে গেলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়।
তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তামিম। দুর্দান্ত ব্যাটিংয়ে ১১৭ বলে করেন ১০০ রান, যা দলের জয়ে মূল ভূমিকা রাখে। তিনি আউট হওয়ার সময় জয় থেকে বাংলাদেশ ছিল মাত্র ২ রান দূরে। নতুন ব্যাটার স্বাধীন এসে প্রথম বলেই চার মেরে দলের জয় নিশ্চিত করেন।
এর মাধ্যমে ২ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।

