সুদানে গণহত্যা বন্ধ ও আন্তর্জাতিক বিচারের দাবিতে ঢাকা কলেজে মানববন্ধন
ছবিঃ বিপ্লবী বার্তা

সুদানে চলমান ভয়াবহ গণহত্যা, জাতিগত নিধন ও মানবতা বিরোধী অপরাধের আন্তর্জাতিক বিচারের দাবিতে ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি, ঢাকা কলেজ’-এর উদ্যোগে আজ ঢাকা কলেজ মেইন গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


কর্মসূচিতে সংগঠনের সদস্যবৃন্দ, ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন স্তরের সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা দারফুরসহ সুদানের বিভিন্ন অঞ্চলে চলমান হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে একে “ইতিহাসের জঘন্যতম গণহত্যা” হিসেবে অভিহিত করেন।


বক্তারা ‘র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ) ও সংশ্লিষ্ট পক্ষগুলোর নৃশংসতার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে চার দফা দাবি উত্থাপন করেন। তাদের  দাবিগুলো হল, গণহত্যা বন্ধের দাবি, আন্তর্জাতিক বিচার ও দায়বদ্ধতা, মানবিক সহায়তা নিশ্চিতকরণ, নীরবতা ভাঙার আহ্বান, 


অনুষ্ঠানে সুদান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে আরএসএফ-কে থামানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, “আর একটি প্রাণও ঝরতে দেওয়া যাবে না! সুদানে চলমান জাতিগত নিধন এখনই বন্ধ করতে হবে।” এছাড়া গণহত্যার নির্দেশদাতা ও অপরাধীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি জাতিসংঘ ও আইসিসিকে দ্রুত স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত শুরু করার আহ্বান জানানো হয়। যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে পড়া ও বাস্তুচ্যুত এক কোটিরও বেশি মানুষের জন্য নিরাপদ মানবিক করিডোর স্থাপন করে খাদ্য, চিকিৎসা ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার দাবি করা হয়। বক্তারা বলেন, “মানবিক সাহায্য কখনোই যুদ্ধের হাতিয়ার হতে পারে না।”

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্বনেতাদের প্রতি রাজনৈতিক-অর্থনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবতার পক্ষে কথা বলার আহ্বান জানানো হয়। বক্তারা প্রশ্ন রাখেন, “বিশ্ব আজ চোখ বন্ধ করে আছে কেন? আমাদের এই মানববন্ধন সেই বিশ্ব বিবেককে জাগানোর আহ্বান।”


মানববন্ধনের শেষে সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, এই আহ্বান আন্তর্জাতিক মহলে প্রতিধ্বনি তুলবে এবং সুদানের নির্যাতিত জনগণের পাশে বিশ্ববাসী দাঁড়াবে। অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।