টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুরের মহানগরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।


শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে টঙ্গী মিলগেইট এলাকার একটি তুলার গুদামে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।


স্থানীয়রা খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।


বিষয়াটি নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের জ্যৈষ্ঠ স্টেশন অফিসার শাহীন আলম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।’


ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।


ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিটি গুদামে লাখ লাখ টাকার তুলা মজুত ছিল। অগ্নিকাণ্ডে সব পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।