সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বৃদ্ধি এবং তাদের সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজন করেছে। আজ ( ৭ নভেম্বর) এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। 


শুক্রবার, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলা ব্যতীত জেলার বাকি ছয়টি উপজেলায় ৮টি কেন্দ্র থেকে একযোগে পরীক্ষাটি পরিচালিত হয়। প্রায় ৩১শ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। 


পরীক্ষাকেন্দ্রে উপস্থিত চেয়ারম্যান জুবায়ের হোসেন বলেন, "কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়ব" এই স্লোগানকে সামনে রেখে আমরা এই আয়োজন করেছি। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আজকের এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ দেবে।"


ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন, "আমরা চাই শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, চিন্তা ও মেধার পূর্ণ বিকাশ ঘটাক। একটি মেধাভিত্তিক, নৈতিক ও আলোকিত প্রজন্ম গড়াই কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের লক্ষ্য।"


পরীক্ষাকেন্দ্রে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, "এমন ইতিবাচক আয়োজন শিশুদের মধ্যে প্রতিযোগিতা, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। আমরা চাই, এই ধরণের আয়োজন প্রতি বছর হোক।"



কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এই উদ্যোগ জেলার শিক্ষাক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। আগামীতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করার প্রত্যাশা সকলের।