ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, ঠেকানোর শক্তি কারো নেই: প্রেস সচিব
ছবিঃ বিপ্লবী বার্তা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, “অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সরকারই নির্বাচন আয়োজন করবে। নির্বাচনের যাবতীয় কার্যক্রম নির্বাচন কমিশন পরিচালনা করবে। নির্বাচনের বিষয়ে কোনো শঙ্কা বা আশঙ্কা নেই। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এই নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই। বাংলাদেশের ইতিহাসে এটি হবে ‘ওয়ান অব দ্যা বেস্ট ইলেকশন’।”


শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৯টায় নেত্রকোণা সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।


প্রেস সচিব আরও বলেন, “দুই-একটা আওয়াজ আমরা শুনছি— ‘নো মিডিয়া, নো ওয়েজ বোর্ড’। বিষয়টি সত্যিই হতাশাজনক। সাংবাদিকদের ন্যায্য দাবি নিয়ে আরও সোচ্চার আন্দোলন হওয়া উচিত ছিল। আমি নিজেও একজন সাংবাদিক ছিলাম, তাই জানি— বিশেষ করে জেলা ও উপজেলায় দায়িত্ব পালনকারী সাংবাদিকরা অনেক কষ্ট করে রিপোর্ট পাঠান, কিন্তু যথাযথ সম্মানী পান না। এটি খুবই দুঃখজনক।”


তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিতের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।


 মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।