
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদার ওপর হামলার ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ ও ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওনার গলায় যেভাবে জিনিসপত্র পরানো হয়েছে, তা একেবারেই অগ্রহণযোগ্য।”
সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ওনার ওপর হামলা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যও এর সঙ্গে যুক্ত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না।”
তিনি জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যদি কোনো অপরাধ বা অপরাধী সম্পর্কে জানেন, তাহলে আইন নিজের হাতে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। প্রপার অ্যাকশন নেওয়ার দায়িত্ব আমাদের।”