সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদ সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ‘জুলাই অভ্যুত্থানের চেতনা’ ধারণ করে জাতীয় ঐক্যের পথে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, “সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বরং তা আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিতে পারে।”

শনিবার (২১ জুন) বেলা ১১টায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে জামায়াত আয়োজিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক পরওয়ার আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে পারিনি। গণতন্ত্র, ভোটাধিকার এবং জাতীয় ঐক্য এখনো অনিশ্চিত। অতীতের মীমাংসিত ইস্যু সামনে এনে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা হচ্ছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে আগামী নির্বাচনে।”

তিনি অভিযোগ করেন, “বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে অঙ্গীকার করলেও প্রধান উপদেষ্টার সাম্প্রতিক অবস্থান জাতির মধ্যে সংশয় তৈরি করেছে। আমরা চাইলেও নিরপেক্ষ নির্বাচনের জন্য আস্থার জায়গা পাচ্ছি না।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামী নির্বাচনকে স্বচ্ছ করতে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে নিরপেক্ষতার প্রশ্নে কোনো রকম পক্ষপাত গ্রহণযোগ্য হবে না।”

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, “রাজনীতিতে ব্যক্তির চেয়ে দল, আর দলের চেয়ে দেশের স্বার্থ বড় হওয়া উচিত। কিন্তু কথায় আর কাজে ব্যবধান থাকলে জাতীয় ক্ষতি অনিবার্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান এবং যশোর–কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।

এছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, অ্যাডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ।

শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের রুকনরা অংশ নেন।