চীন-বাংলাদেশ-পাকিস্তান বৈঠকে ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত
সংগৃহীত ছবি

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ, চীন ও পাকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী/পররাষ্ট্রসচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান বৃদ্ধির লক্ষ্যে তিন দেশ শিল্প, বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করে। বৈঠকে তিন পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক ও পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী বৈঠকে অংশ নেন। ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

বৈঠকে তিন দেশ সমতা, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করতে সম্মত হয়। বৈঠকের পরদিন (২০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।