
ছবিঃ বিপ্লবী বার্তা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত সামগ্রিক বিষয় নিয়ে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। এ সময় নির্বাচব কমিশন জানায় এবারের চাকসু নির্বাচন ৫ টি অনুষদের মোট ১৫ টি কেন্দ্রে গ্রহণ অনুষ্ঠিত হবে।
রবিবার(৫ অক্টোবর) দুপুর ২ টায় নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কমিশনের সদস্যরা শিক্ষার্থীদের থেকে বিভিন্ন প্রশ্ন গ্রহণ করেন এবং পর্যায়ক্রমে সেগুলোর উত্তর দেন।
আলোচনা সভায় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের ব্যালট পেপারে প্রার্থীর নাম ও নম্বর উভয়ই থাকবে। ব্যালট পেপার নির্বাচন কমিশনের উপস্থিতিতে ছাপানো হবে। এবার ব্যালট পেপারে ক্রসের পরিবর্তে বৃত্ত পূরণ করতে হবে, যাতে কম্পিউটার সহজে তা শনাক্ত করতে পারে এবং ভোট গণনা করা হবে ম্যানুয়াল পদ্ধতিতে।
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এবার চাকসু নির্বাচনে থাকবেনা কোনো ব্রেইল পদ্ধতি। তবে, এ ক্ষেত্রে একজন প্রতিনিধি সঙ্গে আনতে পারবেন প্রতিবন্ধী শিক্ষার্থী।