কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
ছবিঃ বিপ্লবী বার্তা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫০ জন স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন।


রবিবার সকাল দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করেন উপজেলা শাখার সদস্যরা।


তাদের দাবি অন্তর্ভুক্ত রয়েছে—বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রদায়ন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রাপ্তি।


স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না আসায় বাধ্য হয়ে ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।


কর্মবিরতিতে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হানিফা, সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম সবুজ, সহকারি স্বাস্থ্য পরিদর্শক সমিতির সদস্য মেজবাহ উদ্দিন, স্বাস্থ্য সহকারি সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য বাবুল মিয়া ও স্বাস্থ্য সহকারি নাছিমা আক্তার। এ সময় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।