পরিকল্পিত কবর খুঁড়ে স্বামী হত্যার চেষ্টা, স্ত্রীসহ আটক ৩ নারী
ছবিঃ বিপ্লবী বার্তা

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের মুন্নী গ্রামে স্ত্রীর পরকীয়ার জেরে এক ব্যক্তি হত্যাচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করেন। শুক্রবার (৩ অক্টোবর) রাত দেড়টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।


ভুক্তভোগী ঠান্ডু বেপারি (৩৫) সদরপুর উপজেলার বেপারিডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ওই রাতে ঠান্ডু বেপারিকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদিশাশুড়ি জনকী বেগম মিলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে।


এর আগে পাশের ঘরের বারান্দায় একটি কবর খুঁড়ে রাখা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, হত্যার পর মরদেহ সেখানে মাটি চাপা দিয়ে তার ওপর সিমেন্ট ঢেলে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছিল বলে স্থানীয়রা জানান।


পরে ঠান্ডু বেপারির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত তিন নারীকে আটক করেছে বলে জানা গেছে।


সদরপুর থানার ওসি (তদন্ত) মো. [নাম প্রকাশিত হয়নি] বলেন, “ঘটনাটি পরিকল্পিত হত্যাচেষ্টা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তদন্ত চলছে।”