
দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি আজ (শনিবার) শেষ হচ্ছে। কর্মস্থলে যোগ দিতে অনেকেই শহরে ফিরেছেন। এর ফলে রাজধানীর টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে, তবে প্রধান সড়কগুলোতে তেমন যানজট দেখা যায়নি।
শনিবার সকালেও রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ী, মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন এবং কাকরাইল এলাকায় এই চিত্র লক্ষ্য করা গেছে।
বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা কিশোর অধিকারী রংপুর থেকে ট্রেনে ঢাকায় ফিরেছেন। তিনি জানান, বছরে একটি ঈদ আর পূজায় বাড়ি যাওয়া হয়। পূজার সময় আত্মীয়-স্বজন সবাই বাড়িতে আসে। গত মঙ্গলবার অফিস করে বাড়ি গিয়েছি। আগামীকাল আবার অফিসে যেতে হবে, তাই আজ ফিরে এসেছি। যাওয়া-আসায় তেমন কষ্ট হয়নি, আনন্দ নিয়েই পূজা উদযাপন করতে পেরেছি।
অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বোরহান উদ্দিন চাঁদপুর থেকে সায়দাবাদ বাস টার্মিনালে ফিরেছেন। তিনি বলেন, ঈদের মতোই ঢাকা ফিরতি যাত্রীর চাপ রয়েছে। দুর্ভোগ এড়াতে সকাল সকাল ঢাকায় ফিরেছি। আগামীকাল অফিস করতে হবে, তাই আজ চলে এসেছি।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রধান সড়কগুলোতে যানজট নেই। মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, পল্টনে ছুটির দিনের মতোই যাত্রীবাহী গাড়ির চাপ কম। তবে অটোরিকশার সংখ্যা বেশি থাকায় কিছুটা ব্যস্ততা লক্ষ্য করা গেছে। সায়দাবাদ, দয়াগঞ্জ ও ধোলাইপাড় এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে গত বুধবার থেকে শনিবার পর্যন্ত সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ১ ও ২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) দুর্গাপূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাই সরকারি অফিস আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে পুনরায় খোলা হবে।