অভিষেকেই স্বপ্নের সূচনা, বিশ্বকাপে ঝিলিকের ঝলক
ছবিঃ বিপ্লবী বার্তা

অভিষেক ম্যাচ, তাও আবার বিশ্বকাপের মঞ্চে। এমন এক দিন, যা কোনো ক্রিকেটারের ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকে আজীবন। রুবাইয়া হায়দার ঝিলিকের গল্পটা শুরু হলো ঠিক সেখান থেকেই। বিদেশের মাঠে পাকিস্তানের মত শক্তিশালী প্রতিপক্ষ, সবকিছু মিলিয়ে ছিল প্রবল চাপ। ওপেনিংয়ে নেমে দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর দল যখন বিপাকে, তখন দায়িত্ব নিলেন ঝিলিক। দেখালেন ঝিলিকের ঝলক, আর তাতেই কুপোকাত পাকিস্তানী শিবির। 


ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির সঙ্গে গড়ে তুললেন গুরুত্বপূর্ণ জুটি। জ্যোতি আউট হলেও ঝিলিক একাই লড়ে গেলেন লড়াই। নিখুঁত শট, আত্মবিশ্বাসী ব্যাটিং দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি তার প্রথম ম্যাচ। অর্ধশতক তুলে নিয়েই প্রমাণ করলেন তার যোগ্যতা।


শেষ পর্যন্ত দলের জয়ে ঝিলিকের ব্যাটই হয়ে উঠল মূল ভরসা। ম্যাচ শেষে মাঠ ছাড়লেন এক অসাধারণ আত্মবিশ্বাস নিয়ে। অভিষেকেই লিখলেন স্বপ্নময় সূচনা। রুবাইয়া হায়দার ঝিলিক দেখিয়ে দিলেন, তিনি এসেছেন দীর্ঘ পথ চলার জন্যই। ঝিলিকের আলো ছড়িয়ে পড়লো পুরো 


আজকের এই সূচনা হোক আগামী দিনের সাফল্যের ভিত্তি। বাংলাদেশ নারী ক্রিকেটে গড়ে উঠুক এক বিশ্বমানের তারকা। ঝিলিকদের হাত ধরেই হোক বাংলাদেশ নারী দলের নতুন দিনের সূর্যোদয়।