শেষ দিনে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ছবিঃ বিপ্লবী বার্তা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না। আজ সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে তিনি নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।


শুধু তামিম নন, তার সঙ্গে আরও ৭-৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে আছেন হেভিওয়েট প্রার্থী সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবু।


বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। তার আগে আজ (১ অক্টোবর) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ তারিখেই তামিম হঠাৎ সরে দাঁড়ানোয় নির্বাচনে চমক তৈরি হয়েছে।


রাজনৈতিক প্রভাবও বিষয়টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্বাচনে অংশ নিতে পারছে না ১৫টি ক্লাব, যেগুলো বিএনপিপন্থি কাউন্সিলরদের নিয়ন্ত্রণে। ফলে তামিমের নেতৃত্বাধীন প্যানেল নিশ্চিতভাবেই ১৫টি ভোট থেকে বঞ্চিত হলো। এতে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়ে।


এর পাশাপাশি শেষ মুহূর্তে সাজানো ১২ সদস্যের প্যানেল থেকেও চারজন প্রার্থী নির্বাচন করতে পারছেন না। এতে প্যানেলের শক্তি অনেকটাই হ্রাস পেয়েছে। এজন্যই আগের দিন থেকেই গুঞ্জন ছিল— বিএনপিপন্থি প্রার্থীরা, এমনকি তামিম ইকবালও, নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। শেষ পর্যন্ত সেটিই সত্য হলো।