বিসিএস পরীক্ষায় নকল করে নিষিদ্ধ হলেন পরীক্ষার্থী
ছবিঃ বিপ্লবী বার্তা

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় নকলের চেষ্টা করায় এক পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত প্রার্থী প্রবেশপত্রে হাতে লিখে নকল করার চেষ্টা করেছিলেন। তার রেজিস্ট্রেশন নম্বর ১৫০০১৫২০। এর ফলে তার ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ফলাফল বাতিল করা হয়েছে।


শুধু তাই নয়, ওই প্রার্থীকে ২০২৪ সালের বাকি সময় এবং পরবর্তী এক বছর বিপিএসসির সকল পরীক্ষা ও বিজ্ঞাপিত যেকোনো পদের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।


বিপিএসসি জানিয়েছে, প্রার্থীর বিরুদ্ধে নেওয়া এই ব্যবস্থা ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা–২০০০’ অনুযায়ী করা হয়েছে। কমিশন আরও জানিয়েছে, পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে এবং নিয়ম ভঙ্গ বা অনৈতিক আচরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে, গত ১৯ সেপ্টেম্বর সারা দেশে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে লাখো প্রার্থী অংশগ্রহণ করেন। বিপিএসসি সূত্র জানায়, পরীক্ষা চলাকালে নকল বা নিয়ম ভঙ্গের ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।