
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল ভারত পাকিস্তানের সেই শ্বাসরুদ্ধকর ফাইনাল । হাইভোল্টেজ এই ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবম বারের মত এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল ভারত।
টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুটা ছিল দারুণ, ফারহান আর ফখর জামানের ব্যাটে ঝড় উঠে পাকিস্তান শিবিরে। ওপেনিং জুটিতে আসে ৮৪ রান। ফারহান খেলেন আগ্রাসী ৫৭ রানের ইনিংস। কিন্তু তারপরই শুরু হয় পতন! সাইম আইয়ুবের বিদায়ের পর মাত্র পাঁচ ওভারের ঝড়েই হারায় ৭ উইকেট। কুলদীপ যাদবের এক ওভারেই ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত ১৪৬ রানে গুটিয়ে যায় তারা।
জবাবে ব্যাট করতে নেমে ভারতও পড়ে ধাক্কায়। একে একে আউট হন অভিষেক, সূর্যকুমার আর শুভমান গিল। স্কোরবোর্ডে মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। গ্যালারিতে তখন দোলাচল, এই ম্যাচ কি তবে পাকিস্তানের দিকেই যাচ্ছে?
কিন্তু গল্পটা সেখানেই বদলে দেন তিলক বর্মা।প্রথমে জুটি বাধেন সাঞ্জু স্যামসন, পরে শিভম দুবেকে নিয়ে। ধীরে ধীরে ভারত ফিরে আসে ম্যাচে। শেষ তিন ওভারে দরকার ছিল ৩০ রান। ১৮তম ওভার থেকে আসে ১৩, আর ম্যাচ গড়ায় শেষ ওভারে। দরকার ১০ রান। প্রথম দুই বলে তিলকের ব্যাট থেকে আসে ৮, এরপর রিঙ্কু সিংয়ের দুরন্ত চার—আর মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে ভারতীয় ড্রেসিংরুম।
৫৩ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচ জেতানো নায়ক তিলক বর্মা, সঙ্গে ২২ বলে ৩৩ রান করা দুবে। পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল ফাহিম আশরাফ, নেন ৩ উইকেট।
শেষ ওভারের এমন নাটকীয় রোমাঞ্চের পর আবারও প্রমাণ হলো, এশিয়া কাপ মানেই ভারতের জয়গান।