
ছবিঃ বিপ্লবী বার্তা
ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটির (ডিইউটিএস) উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) টিএসসি প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী নানা অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউটিএস সভাপতি অমিদ হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শুভ্রদেব বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক মঈন সৈয়দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং ডিইউটিএস’র প্রাক্তন কার্যনির্বাহী সদস্যরা।
পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে বৃক্ষরোপণ, কালচারাল র্যালি, কুইজ প্রতিযোগিতা, গ্রামীণ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিটি পর্বে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি টিএসসি প্রাঙ্গণকে উৎসবের আমেজে ভরিয়ে তোলে।
সভাপতি অমিদ হাসান তার বক্তব্যে বলেন, বিশ্ব পর্যটন দিবস পর্যটনের গুরুত্ব, সম্ভাবনা ও দায়িত্বকে স্মরণ করিয়ে দেয়। এ বছরের প্রতিপাদ্য ‘Tourism and Sustainable Transformation’ আমাদের মনে করিয়ে দেয়, পর্যটন শুধু বিনোদন নয়, বরং বৈচিত্র্যকে জানার, সংস্কৃতিকে গ্রহণ করার এবং মানবিক সহানুভূতি গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম।
সাধারণ সম্পাদক শুভ্রদেব বিশ্বাস বলেন, ভ্রমণ মানুষকে সংযুক্ত করে, সংস্কৃতি তুলে ধরে এবং অর্থনীতিকে গতিশীল করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি সবসময় দায়িত্বশীল ও টেকসই পর্যটনকে উৎসাহিত করে আসছে। প্রকৃতি, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি সম্মান রেখে ভ্রমণচর্চা গড়ে তোলার আহ্বান জানান তিনি।