
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মাদকাসক্ত, ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিমুক্ত করতে আজ শনিবার প্রক্টরিয়াল টিম, স্টেট অফিস এবং ডাকসুর সমন্বয়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে ইয়াবা, ইনজেকশন, গাঁজা, ড্যান্ডিসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় ধারালো ছুরি, ব্লেড, কাঁচি ইত্যাদি, যা মূলত ছিনতাইয়ে ব্যবহৃত হতো। যৌনপল্লীর বিজ্ঞাপন কার্ড, নগদ অর্থসহ নানা উপকরণও জব্দ করা হয়। অভিযানে এক ব্যক্তিকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের) জানান, “এই অভিযান সাময়িক হলেও আমরা দীর্ঘমেয়াদি সমাধানের পথে হাঁটছি। ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে যাতে নিরাপত্তার হুমকি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তি ক্যাম্পাস এলাকায় প্রবেশই করতে না পারে। তবে পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যাতে এই নিরাপত্তাহীনতায় না ভোগে, সে লক্ষ্যেই আজকের অভিযান পরিচালনা করা হয়েছে।”