ডাকসুর উদ্যোগে হলগুলোতে তৈরী হবে কম্পিউটার ল্যাব
ছবিঃ বিপ্লবী বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি আবাসিক হলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম জানিয়েছেন, এ ল্যাবগুলোকে ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামে প্রতিষ্ঠা করা হবে।


তিনি জানান, শিক্ষা, গবেষণা, একাডেমিক প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস, থিসিস তৈরির কাজ এবং অনলাইনভিত্তিক নানা সুবিধা শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে সহজে ব্যবহার করতে পারবে। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের প্রস্তুত করতে এ ল্যাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


মাজহারুল ইসলাম বলেন, “প্রতিটি আবাসিক হলে ল্যাবের জন্য একটি রুম বরাদ্দ দিলেই অবশিষ্ট কাজ আমরা সম্পন্ন করবো। ইতিমধ্যে শেখ মুজিব হল ও রোকেয়া হলের প্রোভোস্টের কাছে লিখিত আবেদন করা হয়েছে। শিগগিরই অন্যান্য হলেও একইভাবে আবেদন জানানো হবে।”


বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। রুম বরাদ্দ মিললেই দ্রুত ল্যাব তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডাকসু ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক।