কটিয়াদীতে পূজায় ৫০০ বছরের পুরনো ঢাকের হাট শুরু
ছবিঃ বিপ্লবী বার্তা

শরতের শুভ্র আকাশ ও কাশফুলের মাঝে শুরু হয়েছে কটিয়াদীর ঐতিহ্যবাহী ঢাকের হাট। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই হাট চলবে আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পর্যন্ত।


দুদিনব্যাপী হাটে দেশব্যাপী বিভিন্ন স্থান থেকে আসা ঢাকির দলবলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূজারিদের আকর্ষণ করছেন। ঢাকঢোল, বাঁশি ও কয়তালের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাটের অন্যতম বৈশিষ্ট্য, ঢাক এবং বাঁশি সরাসরি বিক্রি হয় না; পূজারিরা পছন্দমতো বাজনা দেখে চুক্তিবদ্ধ হন।


এই হাটে মুন্সীগঞ্জ, সুনামগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক ঢাকি এসেছে। কিশোরগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা ও হবিগঞ্জসহ হাওর অঞ্চলের পূজা কমিটিও বাজনাদারদের নিয়ে যায় এখানে।


ঢাকিদের দেখভাল ও হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে হাট পরিচালনা কমিটি ও কটিয়াদী উপজেলা প্রশাসন। কমিটি ঢাকিদের তালিকা করা থেকে শুরু করে থাকা ও খাবারের ব্যবস্থা পর্যন্ত দেখভাল করছে।


হাটের ইতিহাসও সমৃদ্ধ। জনশ্রুতি অনুসারে, ১৬০০ শতাব্দীর প্রথমভাগে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রসাদে দুর্গাপূজার আয়োজন করেন। সেই সময় বিক্রমপুর পরগনা (বর্তমান মুন্সীগঞ্জ) থেকে ঢাকিরা নৌপথে এসে কটিয়াদীতে সমবেত হন। এই থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ঢাকের হাট।


স্থানীয়দের মতে, হাটের সময় ঢাকিদের উপস্থিতি ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ মনে হয়। ঢাকের সুরে মিশে যায় উৎসবের আনন্দ, যা কিশোরগঞ্জের সংস্কৃতির অংশ হিসেবে শতাধিক বছর ধরে ধরে আসছে।