
ছবিঃ বিপ্লবী বার্তা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রথম ইশতেহার ঘোষণা করেছে শাখা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত `রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১:৩০ মিনিটে চাকসু ভবনের সামনে ইশতেহার ঘোষণা করেন ভিপি প্রার্থী কেফায়েত উল্লাহ ও জিএস প্রার্থী কাজী মো. শাহারিয়ার উল্যাহ।
প্যানেলটি মোট ১৭টি প্রতিশ্রুতি দিয়েছে, যা মূলত ক্যাম্পাসের নিরাপত্তা, প্রশাসনিক স্বচ্ছতা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও সুযোগ সুবিধা বৃদ্ধির দিকে মনোনিবেশ করেছে।
প্রধান প্রতিশ্রুতিসমূহ
১. দলীয় আধিপত্য ও সংঘাতমুক্ত ক্যাম্পাস: চাকসু নির্বাচনের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তি ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন চালু করা।
২. নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস: দক্ষ নিরাপত্তাবাহিনী গঠন ও ইমারজেন্সি সাপোর্ট সেল স্থাপন।
৩. সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করা: বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকমন্ডলী ও ছাত্রসংসদে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা।
৪. মত প্রকাশ ও স্বাধীনতার পরিবেশ: ধর্মের নামে উগ্রবাদী নিপীড়ন থেকে ছাত্রীদের নিরাপত্তা।
৫. আবাসন সংকট নিরসন: ডাবল-ডেকার সিট, এক্সটেনশন সংস্কার ও বাজেট ব্যবস্থা।
৬. শিক্ষার মান উন্নয়ন: টিচার্স এফিশিয়েন্সি রেটিং, সেশনজট নিরসন ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি।
৭. পরিবহন সুবিধা: শাটল ট্রেন ইঞ্জিন পরিবর্তন, দ্রুতযান ও বিশেষ বাস সার্ভিস, ক্যাম্পাসে ই-কার্ট ও বাইসাইকেল।
৮. খাবারের মান উন্নয়ন: হল মিল বাতিল করে ডাইনিং-ক্যান্টিন পুনঃপ্রবর্তন, মনিটরিং সেল।
৯. স্বাস্থ্য ও মেডিকেল: মেডিকেল সেন্টারে মান উন্নয়ন, মানসিক স্বাস্থ্য ইউনিট, এম্বুলেন্স বৃদ্ধি ও লেডিস ওয়াশরুমে ভেন্ডিং মেশিন।
১০. ডিজিটালাইজেশন: শিক্ষক ও শিক্ষার্থীর ডাটাবেইজ, অনলাইন প্রশাসনিক কাজ, ভর্তির সাথে স্টুডেন্ট মেইল।
১১. পরীক্ষা ও ফি: সকল পরীক্ষার ফি বন্ধ, অযৌক্তিক ফি ও কোটা বাতিল।
১২. সবার সমান অধিকার: বিশেষ সুবিধাসম্পন্ন ও ভৌগোলিক-বর্ণ নির্বিশেষে সমতা।
১৩. অভিযোগ ব্যবস্থাপনা: কম্পেইন সেল স্থাপন ও দ্রুত সমাধান।
১৪. একাডেমিক রাজনীতি ও বিতর্ক: মাসে ১-২ বার বিতর্ক প্রতিযোগিতা, ছাত্রনেতাদের অংশগ্রহণ।
১৫. পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা: রিসাইকেল সিস্টেম ও জীববৈচিত্র রক্ষা।
১৬. লাইব্রেরি সুবিধা: বই, জার্নাল ও গবেষণাপত্র সরবরাহ বৃদ্ধি, শিক্ষার্থীবান্ধব ফ্যাসিলিটি।
১৭. অনলাইন ভোটিং: পরবর্তী চাকসু নির্বাচনে অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করা।
রেভ্যুলেশন প্যানেলটি মূলত শিক্ষার্থীবান্ধব, স্বচ্ছ ও সমতা ভিত্তিক ক্যাম্পাস নির্মাণে মনোযোগী। তারা ক্যাম্পাসের সব ধরনের সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও ডিজিটালাইজেশন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে।