টাইগারদের হারে ফাইনালে ভারত, শেষ ভরসা পাকিস্তান ম্যাচ
ছবিঃ বিপ্লবী বার্তা

বুধবার রাতে স্বপ্ন পূরণের যাত্রায় দুবাইয়ের মাঠে নেমেছিল বাংলাদেশ। লক্ষ্য মাত্র ১৬৯ রান, টি-টোয়েন্টির হিসাবে খুব বড় নয়। কিন্তু শুরুতেই ধাক্কা। দ্বিতীয় ওভারেই আউট হয়ে ফিরে যান তানজিদ তামিম।


তবুও সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের জুটিতে পাওয়ার প্লেতে আসে ৪৪ রান। মনে হচ্ছিল ম্যাচ জমে উঠছে। কিন্তু ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলেই কুলদীপ যাদবের বলে ছক্কা মারতে গিয়ে সীমানায় ক্যাচ আউট ইমন, ১৯ বলে ২১ রান। এখানেই শুরু পতনের।


এরপর মাত্র ১০ বলে ৭ রান করেই আউট হন তাওহীদ হৃদয়। প্রমোশনে আসা শামিম হোসেন তো রানের খাতাই খুলতে পারেননি, মাত্র ৩ বলে বোল্ড হন বরুণ চক্রবর্তীর বলে। একে একে ভেঙে পড়তে থাকে মিডল অর্ডার। রানআউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক জাকের আলী।


অন্যপ্রান্তে দাঁড়িয়ে শক্ত হাতে লড়াই চালিয়ে যান সাইফ হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়ের নায়ক এদিনও খেলেন লড়াকু ইনিংস। ৩৬ বলে পূর্ণ করেন হাফসেঞ্চুরি। তিন বলের ব্যবধানে মারেন দুটি ছক্কা, দলকে নিয়ে যান ১০০ রানের গণ্ডি পেরিয়ে। শেষ পর্যন্ত ৫১ বলে ৩ টি চার ও ৫ টি ছয়ে খেলেন ৬৯ রানের দারুণ ইনিংস।


কিন্তু সঙ্গী পাননি তিনি। সাইফউদ্দিন ৭ বলে করেন মাত্র ৪। কুলদীপ যাদব ১৭তম ওভারে তুলে নেন টানা দুই উইকেট। রিশাদ হোসেন ক্যাচ দেন সীমানায়, আর বোল্ড হয়ে ফেরেন তানজিম সাকিব। এরপর জীবনের সুযোগ পেলেও শেষ পর্যন্ত বুমরাহর বলে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ।


শেষ ১৬ বলে দরকার ছিল ৫৩ রান, অথচ পরের ১৩ বলেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ইনিংস থামে মাত্র ১২৭ রানে।


ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৩ উইকেট। বুমরাহ ও বরুণ চক্রবর্তী শিকার করেন ২টি করে, আর অক্ষর প্যাটেল ও তিলক বার্মা পান ১টি করে।


ফলাফল—৪১ রানের বড় হারে ফাইনালে উঠে যায় ভারত, বিদায় নেয় শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের সামনে এখনও আছে আশার আলো। আজ রাতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই হয়ে দাঁড়াচ্ছে অঘোষিত সেমিফাইনাল। জিতলেই ফাইনাল খেলতে পারবে বাংলাদেশ। 

ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলীর দিয়েছেন সেই ভরসাই। তিনি বলেছেন, পাকিস্তানের বিপক্ষে কঠিন লড়াই হবে। তবে আমরা আত্মবিশ্বাসী, সেই ম্যাচ জিতেই ফাইনালে উঠব।”

আজ রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে শেষ ফায়সালা। বাংলাদেশ নাকি পাকিস্তান, কে যাবে ভারতের সঙ্গে ফাইনালে? টাইগার ভক্তদের চোখ এখন সেই লড়াইয়েই।