জিতলেই ফাইনাল, হারলেই বিদায়: এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ
ছবিঃ বিপ্লবী বার্তা

এশিয়া কাপের সুপার ফোরে জমে উঠেছে উত্তেজনা। পাকিস্তানের জয়ে পাল্টে গেছে পুরো ফাইনালের সমীকরণ। এখন বাকি তিন ম্যাচেই নির্ধারণ হবে কারা যাবে স্বপ্নের ফাইনালে। প্রতিটি ম্যাচেই তাই তৈরি হচ্ছে নতুন নতুন চিত্র।



পাকিস্তানের কাছে হেরে শ্রীলঙ্কা এখন চাপে। কাগজে কলমে তাদের সুযোগ থাকলেও বাস্তবে সেটা অনেকটাই কঠিন। কারণ ফাইনালে উঠতে হলে শুধু ভারতকে হারালেই হবে না, হারাতে হবে বড় ব্যবধানে—যা ভারতের মতো দুর্দান্ত ফর্মে থাকা দলের বিপক্ষে প্রায় অসম্ভবের সমান।



“অন্যদিকে পাকিস্তানের এই জয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা অনেক পরিষ্কার। শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই সরাসরি ফাইনাল! আর কোনো হিসাব-নিকাশের ঝামেলা নেই। জিতলেই ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যাবে টাইগাররা, নিশ্চিত করবে ফাইনালের টিকিট।



তবে ক্রিকেট মানেই চমক। ধরুন, ভারত হেরে গেলো শেষ দুই ম্যাচে—বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে। তখন কিন্তু পুরো কাহিনি পাল্টে যাবে। ভারত ছিটকে যাবে ২ পয়েন্ট নিয়েই, আর বাংলাদেশ-পাকিস্তান সমান ৪ পয়েন্টে থেকে যাবে নেট রান রেটের লড়াইয়ে।



কিন্তু প্রশ্ন হচ্ছে—বর্তমান ফর্মে থাকা ভারত কি টানা দুই ম্যাচ হারতে পারে? বিশ্লেষকরা বলছেন, সেটা অনেকটাই অসম্ভব। তাই বাংলাদেশের সমীকরণ এখন একটাই—পাকিস্তানকে হারাতে হবে যেকোনো মূল্যে।



ফাইনালে প্রতিপক্ষ কে হবে, সেটা নিয়েও চলছে জল্পনা। সব শর্ত মিলে গেলে পাকিস্তান ও বাংলাদেশও মুখোমুখি হতে পারে ফাইনালে। তবে সেটার জন্য দরকার ভারতের হোঁচট খাওয়া আর শ্রীলঙ্কার ব্যর্থতা।


সব মিলিয়ে এশিয়া কাপের সুপার ফোর এখন রোমাঞ্চের কেন্দ্রবিন্দু। সমর্থকদের চোখ থাকবে প্রতিটি ম্যাচে, কিন্তু বাংলাদেশের দৃষ্টি একেবারে শেষ ম্যাচে। যেখানে জয় মানেই ফাইনালের স্বপ্ন পূরণ, আর হার মানেই বিদায়।