
ছবিঃ বিপ্লবী বার্তা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’-এর এক যুগপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’। সংগঠনটি এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠান এয়ারটেলের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত চলে এই বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা।
কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘আফটারম্যাথ’ ও ‘গন্তব্যহীন’ একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলে। এছাড়া কুবির নিজস্ব ব্যান্ড ‘প্লাটফর্ম’ এবং আয়োজক সংগঠন ‘প্রতিবর্তন’-এর পরিবেশনায় গান ও নৃত্য দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের ভাষ্যে, এটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং সুর আর উচ্ছ্বাসে ভরা এক অনন্য সন্ধ্যা। কুবির শিক্ষার্থীদের জন্য এ আয়োজনকে বলা হচ্ছে গান ও আড্ডার এক মহোৎসব।
সংগঠনটির সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, “প্রতিবর্তনের দীর্ঘ যাত্রায় আজকের দিনটি এক ঐতিহাসিক মাইলফলক। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগীত, নৃত্য ও শিল্পচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করছে প্রতিবর্তন। আজকের এই আয়োজন সেই যাত্রাকে আরও দৃঢ় করবে।”
তিনি আরও যোগ করেন, “আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এয়ারটেলকে আমাদের পাশে থাকার জন্য এবং ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত সকলকে। আমরা বিশ্বাস করি, সংগীত হৃদয়ে আলো জ্বালায়, মানুষকে ঐক্যবদ্ধ করে এবং পরিবর্তনের প্রেরণা জোগায়। এই যুগপূর্তিতে প্রতিবর্তন নতুন উদ্দীপনায় সামনে এগিয়ে যাবে।”