
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (কুকসু) পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন— “দাবি মোদের একটাই, কুকসুর রোডম্যাপ চাই”, “কুকসু মোদের অধিকার, রুখে সাধ্য কার”, “নো মোর ন্যাপ, উই ওয়ান্ট রোডম্যাপ” ইত্যাদি।
পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফ ভুঁইয়া বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কুকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। কিন্তু প্রশাসন প্রতিনিয়ত কালক্ষেপণ করছে। আজকের অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, কুকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে আগামী সিন্ডিকেট সভায় রোডম্যাপ দিতে হবে। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে কুকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।”
পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব হোসাইন বলেন, “শিক্ষার্থীদের দাবিদাওয়া ও অধিকার নিয়ে কথা বলার জন্য একটি প্ল্যাটফর্ম দরকার। কিন্তু বিগত দিনে কোনো সরকারই চায়নি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হোক। তারা চেয়েছে শুধু আধিপত্য বিস্তার করতে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর রুদ্ধ রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা হওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকেই। কিন্তু আমরা তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এটি পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। কুকসু নিয়ে তালবাহানা বন্ধ করে দ্রুত রোডম্যাপ দিতে হবে। আমরা চাই নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কুকসু নির্বাচন অনুষ্ঠিত হোক।”
শিক্ষার্থীরা জানান, রোডম্যাপ ঘোষণার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।